শামিম,স্টাফ রিপোর্টার।।
১নং আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগের এি বার্ষিকী সম্মেলন -২০২২ উপলক্ষ্য পটুয়াখালী জেলা আওয়ামীলীগ,গলাচিপা উপজেলা আওয়ামীলীগ,১নং আমখোলা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ আওয়ামীলীগ সহ অংগ সংগঠনে নেএীবৃন্দোগন।
উক্ত সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, মোঃ নোমানুর রহমান নান্নু (বতর্মান যুগ্ম সাধারণ সম্পাদক ), মোঃ গোলাম রহিম হাওলাদার (সাবেক কৃষকলীগ সভাপতি ),
মোঃ হাজী মান্নান (কোষাধ্যক্ষ) আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন
মোঃ কামরুজ্জামান মনির (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ), মোঃ রব সর্নমত ( সাবেক আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ), মোঃ শাহআলম মেম্বার (সাবেক পাচ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ), মোঃ তসলিম মৃধা ( সাবেক সাংগঠনিক সম্পাদক ) আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ।
উক্ত সভায় উপস্থিত থাকেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মোঃ কাজী আলমগীর, সংগ্রামী সাধারণ সম্পাদক ভিপি আ: মান্নান, মোঃ সগীর গাজী জেলা আওয়ামীলীগ এর কোষাধ্যক্ষ, সহ অন্যান্য জেলা নেএীবৃন্দোগন ও গলাচিপা উপজেলা আওয়ামীলীগ সংগ্রামী সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামীলীগ সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ গোলাম মস্তোফা টিটু. গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্, গলাচিপা পৌরসভার মেয়র মোঃ তুহিন, সহ অন্যান্য নেএীবৃন্দোগন।
উক্ত সম্মেলন অনেক জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। এবং প্রায় পাচ হাজার তৃণমূল আওয়ামীলীগ কর্মীগন উপস্থিত থাকেন।
এবং উক্ত সম্মেলনস্থানে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ কামরুজ্জামান মনিরের সমর্থকদের জয় জয়কার উৎসব পরিবেশে মূখুর মাঠে উওেজনা পরিবেশ ছিল।