মেয়েটি যেদিন জানতে পারে যে, তার বাবা পেশায় বিদুৎ লাইনম্যান, তার আয়েই তাদের সংসার চলে। সেদিন থেকে তার ভাবনা যদি কোনোকারণে বাবা খাম্বার উপর থেকে পড়ে যায় তো সে নিশ্চয় ব্যথা পাবে। তাই সে তার খেলার পুতুলের ডানাগুলো বাবাকে দিয়ে কাজের সময় সেটা পিঠে পরে থাকতে বলে, যেন পড়ে যাওয়ার মতো অবস্থা হলে বাবা সে ডানায় উড়ে উড়ে মাটিতে নামতে পারে…!!
বাবার প্রতি কন্যাশিশুর ভালোবাসা কতই না মধুর…♥
তার চেয়েও মধুর হচ্ছে মেয়েকে খুশী করতে সেই বাবা প্রতিদিন কাজের সময় মেয়ের দেয়া সেই পাখা পিঠে লাগিয়েই খাম্বায় উঠানামা করেন।
ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত বাবার জন্য মেয়ের এমন অবুঝ ভালোবাসা চিরদিন অটুট থাকুক, ঝুঁকিমুক্ত ও নিরাপদ হোক বাবাদের কর্মস্থল…
Thanks: Keith Anderson for not disclosing their identity
কলমেঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।