হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা বাসস্ট্যান্ড লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলের শিক্ষাথীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউপির চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ একলাছুর রহমান, আব্দুল কাদের মোল্লা, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নুরুন্নবী সাহীন, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিক্ষক মোকাররম বিল্লাসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী,ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।