সোনালীঃ ডায়মন্ডের নাকফুল’ নিয়ে দ্বন্দ্ব এলো প্রকাশ্যে। অপু-শাকিব-বুবলী এই তিনজনকে ঘিরে ত্রিমুখী আলোচনায় সরব সিনেপাড়া। কথা ছিল, সংবাদ সম্মেলনে সব কিছু তুলে ধরবেন। কিন্তু সাংবাদিকের ক্যামেরা দেখেই সরে যেতেন বুবলী। এবার অবশ্য ক্যামেরার সামনে এলেন। জানালেন অজানা অনেক কথা।