শফিকুল ইসলাম।।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে ভিন্ন ভিন্ন পদে মনোনীত করা হয়।
চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। স্ব স্ব চিঠিতে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পদে মনোনীত করা হলো।
শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রনেতা, সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ-সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, সদস্য- আহবায়ক কমিটি নকলা উপজেলা ছাত্রলীগ ছিলেন।
আবু বকর সিদ্দিক , কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মনোনীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন নেতৃত্ব পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।