পিছুটানের ছুটি
– উম্মে হাবিবা ফারজানা।
আর নহে কোন বিদায় সম্ভাষণ,
নহে আর পিছু ফিরে দেখা!
ডায়েরীর সকল শূন্য পাতা পূর্ণ হলো,
সাঙ্গ হলো অনুভবে পত্র লেখা।
সজল আঁখিতে অশ্রু আজি নেই
নেই কোন দুঃখ,অভিমানের রেশ,
কথামালারা আজ পেল অবসর
শেষ কথাটিও বলা হয়ে গেল শেষ।
হওয়ার উপরে বাঁধা যে খেলাঘর
মৃদু চাপেই আলগা হল তার খুঁটি
মিলিয়ে গেল শূন্য থেকে মহাশূন্যে
ব্ল্যাকহোল গ্রাস করে নিল সব স্মৃতি।
ভ্রম এসে তাড়িয়ে বেড়ায় , ত্রুটি চাপে টুটি,
এমনি করেই পাবে সকল পিছুটানেরা ছুটি!