মোঃ শফিকুল ইসলাম।।
শেরপুরের নকলায় তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর পক্ষে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন উপলক্ষে হালকায়ে জিকিরসহ প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর নকলা সিদ্দিকীয়া মুজাহিদ কমিটির আয়োজনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর সিদ্দিকীয়া মুজাহিদ কমিটির সাবেক সভাপতি ও শেরপুর জেলা শহরের মাহবুব ফ্যাশনের সত্বাধিকারী মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ঐক্য জোটের মহাসচিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উপদেষ্টা, শায়খুল হাদিস জামিয়া আরাবিয়া সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসা মনিকগঞ্জের মুফতী মনিরুজ্জামান রাব্বানী।
এছাড়া হালকায়ে জিকিরসহ আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ, মানিকগঞ্জ দরবার শরীফের খাদেম আবু সাঈদ সুমন, মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারী তা’লিমে ইসলাম শেরপুর জেলা সমন্বয়কারী সোহেল প্রমুখ।
আলোচনায় তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর পক্ষে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন উপলক্ষে পরামর্শ মূলক বিস্তারিত আলোচনাসহ হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।
এসময় মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারী নকলা পৌরসভার ধুকুড়িয়া এলাকার ক্বারী ফিরুজসহ তা’লিমে ইসলাম ও মানিকগঞ্জ দরবার শরীফের দুই শতাধিক অনুসারী উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৩ সালের ৪,
৫ ও ৬ জানুয়ারী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার মানিকগঞ্জের সিদ্দিক নগরের পটল বিল এলাকায় তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর পক্ষে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারী শনিবার সকালে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ইজতেমায় দেশের বিভিন্ন এলাকা থেকে তা’লিমে ইসলামের সদস্যবৃন্দ ও মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারীসহ বিভিন্ন পেশা শ্রেণীর ধর্ম প্রাণ মুসলিম জনতা হালকায়ে জিকিরসহ দলে দলে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্ঠরা আশাব্যক্ত করেন।