বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
রামগঞ্জে আল ফারুকসহ তিন হসপিটালের ২ লাখ টাকা জরিমানা কালিগঞ্জে জাল দলিল ও ভূয়া রেকর্ড সৃষ্টিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কালিগঞ্জে ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতঃ ১টি সীলগালা ও আরেকটি জরিমানা কালিগঞ্জে অসাধু ব্যবসায়ীদের সিন্ডেকেট, হাটবাজারে মিলছেনা আলু অশ্রুকথা… শবনম বুবলি ও পরিমনির খেলা হবে ভৈরবে জামাইয়ের দেনা পাওনাকে কেন্দ্র করে শুশুর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইবিতে বাসের দাবিতে প্রধান ফটক অবরোধ রামপালে লক্ষ টাকা প্রতারণার মূল হোতা মিজানুর রহমান শান্তিগঞ্জে অপহরণের একমাস পর শিকলবন্দী অপহৃত শিশুকে উদ্ধার,৬ অপহরণকারী গ্রেপ্তার
মেহেরপুরে এক নার্সারিতেই মাসে ৩ লাখ সবজির চারা উৎপাদন

মেহেরপুরে এক নার্সারিতেই মাসে ৩ লাখ সবজির চারা উৎপাদন

 

মেহেরপুর, ৯ ডিসেম্বর, ২০২২ (MKP বার্তাকক্ষ): বারোমাসী সবজির চারা উৎপাদনের নার্সারি প্রতিষ্ঠা হয়েছে মেহেরপুর জেলা শহরের উপকন্ঠে ময়ামারি সড়কে। গত এক বছরে নার্সারিটি ২৫ লাখ চারা বিক্রি করেছে।
‘ম্যাক্সিম এগ্রো’ নামের নার্সারিটি ১০০ শতক জমির ওপর প্রতিষ্ঠার পর বানিজ্যিক ভিত্তিতে বারোমাসী সবজির চারা উৎপাদন করছে। প্রতি মাসে ৩ লাখ চারা উৎপাদন সক্ষম এই নার্সারি থেকে মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলার কৃষকেরা চারা কিনতে আসেন। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এখানে সবজির চারা নিয়ে রমরমা বাণিজ্য চলছে। জেলা শহরের মায়ামারি সড়কে ট্রে পদ্ধতিতে উৎপাদিত সবজির চারা উৎপাদনে পুরো নার্সারি নেট দিয়ে ঘিরে দেয়া হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বীজ বপন শুরু হয়। ২৫ থেকে ৩০ দিন পর চারা বিক্রির উপযোগী হয়। এখান থেকে সুলভমূল্যে চারা কিনে জমিতে রোপণের পর ভাল ফলন পাচ্ছে কৃষকরা। অন্যদিকে নার্সারি মালিকও আর্থিকভাবে লাভবান হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি, পেপে, বেগুন, মিষ্টি কুমড়ো, করলাসহ বিভিন্ন ধরনের বীজ থেকে চারা উৎপাদন হচ্ছে।
নার্সারির ম্যানেজার রাসেল হোসেন জানান- নার্সারির বৈশিষ্ট হলো, চারা তৈরী ও সবজি চাষে কোন প্রকার বিষ প্রয়োগ করা হয় না। এখানে গাছের উর্বরা শক্তি বৃদ্ধিতে কম্পোট সার, গোবর ও পোকা দমনে ব্যবহার করা হয় সেক্স ফেরোমন ফাঁদ।
ম্যাক্সিম এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শরীফুল ইসলাম জানান- তিনি ঢাকা, যশোরের পরে এই প্রথম মেহেরপুরে সবজি চারা উৎপাদন করছেন। মেহেরপুর জেলা কৃষি নির্ভর হওয়ার কারণে কৃষকের হাতের নাগালে চারা পাওয়ার সুবিধা দিতেই মেহেরপুরে চারা উৎপাদন ফার্ম দিয়েছেন। মেহেরপুরে উৎপাদিত চারা অন্য জেলাতেও সরবরাহ করছেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com