কালিগঞ্জের ভাড়াশিমলা কারাবালা ঈদগাহের গাছ কেটে ২ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে শেখ মাহামুদুল হাসান ওরফে খোকন মুন্সির বিরুদ্ধে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা কারাবালা গ্রামের মৃত শেখ মহাতাব উদ্দিনের পুত্র। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ভাড়াশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খান আসাদুর রহমান স্বাক্ষরিত এক অভিযোগে জানা গেছে বড়শিমলা ঈদগাহে লাগানো বহু পুরাতন ১৬টি মেহগনি ও শিশু গাছ সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে কেটে বিক্রি করেছে খোকন মুন্সি। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ছাড়াও তিনি ঈদগাহে ইট ও খোয়া বিক্রি করে প্রায় ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এঘটনায় সংশ্লিষ্ঠ ঈদগাহ কমিটি সহ এলাকা বাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহনের দাবীতে বৃহস্পতিবার ( ১৪ মার্চ) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন খাঁন আসাদুর রহমান। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।