সাগর মীর,ইতালী প্রতিনিধি ঃ- ইতালীর রাজধানী রোমে বন্দুকধারীর গুলিতে তিন নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেলে আরো চার জন।যানা গেছে নিহতদের মধ্যে একজন ইতালীর নবনির্বাচিত প্রধানমন্ত্রী জর্জা মেলোনির বান্ধবী,তার নাম নিকোলেটা গালিসানো।১১,ডিসেম্বর ২২,রোববার ইতালীর রোমে একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে।রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি ঘটনাটিকে সহিংসতার গুরুতর হিসেবে বর্ণনা করেছেন।এঘটনায় (৫৭)বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করেছেন ইতালীয়ান পুলিশ।জানাগেছে কমিটির বোর্ডের সংঙ্গে তার বিরোধের ইতিহাস রয়েছে।জানা গেছে ইতালীর রোমে একটি ক্যাফেতে পরিচিতদের সংঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইতালীর নবনির্বাচিত প্রধানমন্ত্রীর বান্ধবী লিকোলেটা গোলিসানো।এসময় (৫৭) বছর বয়সী এক ব্যাক্তি গুলি চালালে নিকোলেট গোলিসানো সহ তিন নারী নিহত হয়,চার জন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আসংকা জনক।জানা গেছে ওই হামলাকারি ক্যাফেতে প্রবেশ করে দরজা বন্দকরে চিৎকার করে বলে আমি তোমাদের হত্যা করবো,এর পর গুলি বর্ষন শুরুকরে।