মনিরুজ্জামান (মহসিন): যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা কলেজের বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও অত্র কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী’র সভাপতিত্বে এবং শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য, কলেজের অন্যতম জমি দাতা ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন।
১৬ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টা হতে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনায় আরো অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে ১ম বর্ষের নশিক্ষার্থী মো. গালিব।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক সিনিয়র রোভার মেট আব্দুল কাদের ও গীতা পাঠ করেন শিক্ষার্থী বাসুদেব।
এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান ফেরদৌসী পপি, হিসাববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক আলহাজ্জ মাসুদ করিম, দর্শন বিষয়ের প্রভাষক রিতা রানী, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো.আমিনুর রহমান, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক আত্তাবুজ্জামান মধু, বাংলা বিষয়ের প্রভাষক তৌহিদুজ্জামান, মোস্তফা আবু রায়হান সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, সিনিয়র রোভার মেট শেখ নাহিদুল ইসলাম সহ রোভার ও গার্ল-ইন রোভার তথা শিক্ষার্থীবৃন্দ।
এর আগে সকালে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে সকলের প্রশংসা কুড়ান।