সাগর মীর,ইতালী প্রতিনিধি ঃ-ইতালীতে খ্রিষ্টান ধর্মের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন স্থাপনায় নিয়ন্ত্রীত আলোকসজ্জা ছিল চোখে পরার মত।খ্রিষ্ট ধর্মের অনুসারী প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে।এসব অনুষ্ঠানে ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান উপস্থিত থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।করোনা বিধিনিষেধ মুক্ত পরিবেশে সর্বত্র আলোকসজ্জা করা হলেও তারা ছিল অনেকটাই সংকুচিত আকারে।ইতালী জুড়ে বড়দিন উপলক্ষে বিভিন্ন অস্থায়ী বাজার বসেছে। এসব বাজারে বাংলাদেশিরাও এবছর ব্যবসা করেছেন ভালো ।গত দুই বছর করোনার কারনে পরিস্থিতি নাজুক থাকার কারনে ব্যবসায়ীরা ছিল হতাসাগ্রস্থ। এবছর বাংলাদেশি ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পেরে তারা আনন্দিত।গত দুই বছর পর, প্রায় দুই হাজার বছরের ঐতিহ্য এই বড়দিনের উত্সবে নাগরিকদের আয়োজনে কমতি ছিলনা।যাশু খ্রীষ্টের আগমন (জম্মদিন) ছিল ২৫ ডিসেম্বর তাই খ্রীষ্ট ধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর এই উৎসব করে থাকেন।এই দিনটিতে সরকারি ছুটি ছাড়াও শপিংমল কল কারখানা ব্যবসা পতিষ্ঠান সব বন্দ্ব ছিল।নাগরিকরা নানা উপহার সামগ্রী নিয়ে একে অন্যের বাসায় যাবার রীতিও পালন করে ।করোনা মুক্ত এবার বড়দিন ছিল অনেকটাই আনন্দ মুখর।ইতালীতে বসবাসরত বাংলাদেশি খ্রীষ্ট ধর্মের অনুসারীর নানা অনুষ্ঠানের আয়োজন করে ।