হাফিজুর রহমান শিমুলঃ “আলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার আজিজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, অবসরপ্রাপ্ত প্রকৌশলী গাজী শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওয়াহেদ আলী সানা, তানিয়া জনকল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহফুজা খাতুন খুকু, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, পিরোজপুর পথকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডঃ তুহিন জাহাঙ্গীর, পল্লীকবি গাজী আব্দুর রব বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, রবিউল ইসলাম সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধী ও সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র- ছাত্রীর মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।