মুহুর্মুহু আতশবাজি আর বিকট শব্দ, পুলিশের কাছে ৩৬৫ ফোন
আপডেট টাইম :
সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ১.১৯ পিএম
৯৩
বার পঠিত
ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফার্স্ট নাইটে সারাদেশ থেকে শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫ ফোন পেয়েছে ‘জরুরি সেবা ৯৯৯’। এর মধ্যে অধিকাংশ অভিযোগই ছিল আতশবাজি ও বোমাবাজি নিয়ে। এছাড়াও বিভিন্ন তার এবং বাড়িতে ফানুস পড়ে আগুনের খবরও পাওয়া গেছে।