মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে :
এস এস সি ব্যাচ সাতক্ষীরা’৯৩ এর পক্ষ থেকে এবং নলতা হাইস্কুল’৯৩ ব্যাচের সহযোগিতায় ২ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুল প্রাঙ্গণে পূর্ব তালিকাভুক্ত দুস্থ গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম।
নলতা মাধ্যমিক বিদ্যালয় এস এস সি’৯৩ পরিবারের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা’৯৩ ব্যাচের কর্মকর্তাদের উপস্থিত ছিলেন মাসুদ বাবু, পান্না, মাহবুব, তাহের এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়’৯৩ ব্যাচের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক ছাকির হোসেন, কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক লিটা, কর্মকর্তা দ্বারাশিগো, কর্মকর্তা ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের, আশরাফ হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে সকালে সাতক্ষীরা’৯৩ এর পক্ষ থেকে শ্যামনগর উপজেলায় অত্র উপজেলার’৯৩ ব্যাচের সহযোগিতায় দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সেখানে সাতক্ষীরা’৯৩ ব্যাচের উক্ত কর্মকর্তা ছাড়াও শ্যামনগরের অত্র ব্যাচের জাকির হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি করোনাকালীন সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকান্ডে একের পর এক অবদান রাখায় নানা মহল থেকে সাতক্ষীরা’৯৩ ব্যাচের ভূঁয়সী প্রশংসা করা হয়েছে।