পেন্সিল: সরি, আই এ্যাম ভেরি সরি
ইরেজার: কেন, কিসের জন্য ?
পেন্সিল: আমি দুঃখিত, কারণ আমার জন্য
তোমাকে বারবার আঘাত পেতে হয়,
যখনই আমি কোন ভুল করি, সে ভুল
মুছে ফেলার জন্য তোমাকে কষ্ট
করতে হয় আর সে ভুল মুছে ফেলার
সময় প্রতিবারই তোমার শরীর থেকে
কিছু অংশ খুলে পড়ে। এভাবে দিনের
পর দিন আমার করা ভুলগুলি মুছে
ফেলার জন্য তোমার শরীরের অংশ
হারাতে হারাতে তুমি ছোট থেকে আর
ও ছোট হয়ে যাবে। তারপর একসময়
একেবারেই নিঃশেষ হয়ে জিবনের শেষ
হবে
ইরেজার: এটা ঠিক, কিন্তু তারজন্য আমি সত্যি
কিছুই মনে করি না। কারণ, আমাকে
ঐ কাজের জন্যই তৈরি করা হয়েছে,
যখন তুমি কোনও ভুল করো, তখন
আমার দায়িত্ব তোমাকে সাহায্য করা।
যদিও আমি জানি যে,ক্ষয় পেতেপেতে
একদিন নিঃশেষ হয়ে চলে যেতে হবে।
তবুও আমি আমার কাজ নিয়ে খুশি।
তাই প্লিজ, দুশ্চিন্তা বন্ধ করো, যার
জন্য আমার এতটা ত্যাগ তাকে দুঃখ
পেতে দেখলে আমি মোটেও খুশি হতে
পারি না…
©Hasan Hafizur Rahman
*** আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ থাকেন, যার ভূমিকা অনেকটা ইরেজারের মতোই। নিজে ক্ষয়ে ক্ষয়ে আপনার ভুলগুলো মুছে সংশোধনের সুযোগ করে দেন। তাঁদের উপযুক্ত মর্যাদা দিন।