মোঃজাহিদ খান
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের যমুনার তীরঘেঁষা মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলচিত্ত শিক্ষার্থীরা রঙিন সোয়েটার পেয়ে উচ্ছ্বসিত।
গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুত চন্দ্র দেবনাথ নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের রঙিন সোয়েটার উপহার দেন।
এ সময় কৃষিবিদ বদরুল হক শাহিন, অধ্যাপক বজলুর রশিদ, খন্দকার আব্দুল মান্নান, সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা রুমী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোয়েটার পেয়ে শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়টি যমুনা নদীর তীরে অবস্থিত। কনকনে এই শীতে নদীর হিমেল হাওয়ায় বরফ জমার মত হয়ে যেতাম। নিয়মিত স্কুলে আসতে মন চাইত না। এখন লাল টুকটুকে সোয়েটার পেয়ে আমরা সকলেই উপকৃত হলাম। শীত আর আমাদের দমাতে পারবেনা। যত শীতই আসুক আমরা সোয়েটার পড়ে রোজ স্কুলে আসব।