মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন

পিরোজপুরে ইমাদ পরিবহনের বাস কেড়ে নিল দুই বোনের প্রাণ

পিরোজপুরে ইমাদ পরিবহনের বাস কেড়ে নিল দুই বোনের প্রাণ

মোঃ জিয়াউল হক
পিরোজপুর প্রতিনিধিঃ
ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় পিরোজপুরে মুক্তা আক্তার (২৫) ও মারিয়া আক্তার (১১) নামে দুই বোন নির্মমভাবে নিহত হয়। পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নজরুল ইসলাম শেখের মেয়ে, তাঁরা দুইজন আপন বোন ।
উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই মানজারুল (২৫) সহ আরও দুই জন। তারা হলেন-ভ্যান চালক মনির শেখ (৫০) ও ভ্যান আরোহী আজিজুল গাজী (৩৫)। ১০ জানুয়ারি
মঙ্গলবার দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের আধাঝুড়ি নামক স্থানের মাঝিবাড়ি পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। থানা পুলিশ ও স্থানীয়দের জানান, মঙ্গলবার দুপুরে  মুক্তা আক্তার ও মারিয়া আক্তার এবং আজিজুল গাজী ভ্যানে করে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে চালকসহ চার জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পথে বড় বোন মুক্তা আক্তার এবং খুলনা নেওয়ার পথে ছোট বোন মারিয়া মারা যায়।
কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্সে এবং ছোট বোন মারিয়া আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এদিকে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: জা: মো: মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন থানায় খবর দেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com