কনকনে ঠান্ডায় নাজেহাল নীলফামারী ও দিনাজপুরের জনজীবন। টানা ১৫ দিনের শৈত্য প্রবাহের কারনে ভোগান্তির শেষ নেই এই অঞ্চলের মানুষের।
উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন
সারাদেশে বাড়ছে শীতের দাপট। পৌষের শেষ দিনে হাড় কাঁপানো শীত জেকে বসেছে সারাদেশে। মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। নাজুক অবস্থায় খেটে খাওয়া মানুষের।
প্রচন্ড ঠান্ডা আর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে লালমনিরহাট, কুড়িগ্রামেও। ফলে ক্রমেই বাড়ছে শীতের দাপট। দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া দিনমজুর, ছিন্নমুল ও হাজারো চরাঞ্চলের মানুষের।
উত্তরে হিমালয় কাছে হওয়ায় বরাবরই শীতের প্রকোপ একটু বেশিই থাকে পঞ্চগড়ে। হাড়কাপানো শীত অনুভূত হচ্ছে। সপ্তাহ জুড়ে চলছে মাঝারি শৈতপ্রবাহ। আগের চেয়ে কমেছে তাপমাত্রাও। গতকালও এ জেলা তাপমাত্রা ছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা আজ একেবারে কমে হয়েছে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। এতে নিদারুন কষ্টে দিন কাটছে ছিন্নমূলদের।