এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক বস্ত্রমন্ত্রী আলহাজ্ব এম মনসুর আলী’র ১৯ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) বেলা ১২ টায় কলেজের সভাকক্ষে অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু’র সভাপতিত্বে ও কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়েদ মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসাক্লাবের সভাপতি ও অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের জিবি সদস্য ওহিদুর রহমান ছোট, কলেজের ভাইস প্রিন্সিপ্যাল শ্রীবাস চন্দ্র,
অধ্যাপক সম মমতাজ হোসেন, অধ্যাপিকা সুফিয়া বেগম, অধ্যাপক ইন্দ্রজিত কুমার, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। প্রয়াত এ্যাডঃ এম মনসুর আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মৃতিচারণ ও আলোচনা সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের অধ্যাপক চৌধুরী মোশারাফ হোসেন।