মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ অপরাহ্ন

এপেক্স ক্লাব অব ঢাকা এর ১৪২০ তম ডিনার মিটিং ও রিসিপশন ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত।

এপেক্স ক্লাব অব ঢাকা এর ১৪২০ তম ডিনার মিটিং ও রিসিপশন ও সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত।

সুমি রহমানঃ  পবিত্র কোরান তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়।

১৭ ই জানুয়ারি মঙ্গলবার ২০২৩ আন্তর্জাতিক এসোসিয়েশন এপেক্স ক্লাবস বাংলাদেশ ডিস্ট্রিক্ট-১ অন্তর্গত এপেক্স ক্লাব অব ঢাকা এর ১৪২০তম ডিনার মিটিং ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান বাহারুল ইসলাম বাহার এর সভাপতিত্বে ঢাকা ধানমন্ডির কনকর্ড আরকেডিয়া শপিং মলের হ্যাপি আওয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।

এসময়ে এপেক্স বাংলাদেশ এর লাইভ গভর্নর এপেক্সিয়ান মোশারফ হোসেন মিশু, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান কবির আহমেদ, ন্যাশনাল ইয়ত সিটিজেন ডিরেক্টর এপেক্সিয়ান মনিরুল ইসলাম মনির, ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর এপেক্সিয়ান হারুন-অর-রশিদ, ডিস্ট্রক্ট-১ গভর্নর এপেক্সিয়ান সাইফুর রহমান, ন্যাশনাল ট্রেজার এপেক্সিয়ান জাকিয়া ইসলাম, ন্যাশনাল সার্জেন্ট-অ্যাট-আর্মস এপেক্সিয়ান এএসএম নাফিস খাঁন কে এপেক্স ক্লাব অব ঢাকা এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় ।

এপেক্স ক্লাব অব ঢাকা এর পক্ষ থেকে সীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস বাংলাদেশ ডিস্ট্রিক্ট-২ পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান মোঃ হাবিবুল্লাহ,বিশেষ অতিথি এম সোহেল মাহমুদ(বিশিষ্ট ব্যবসায়ি) , এড. কবির নেওয়াজ রাজ(সম্পাদক জাতীয় দৈনিক মানুষের কল্যানে প্রতিদিন)

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন‌ এর চার্টার্ড সেক্রেটারী ও পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনোয়ার হোসেন তৌফিক, আইপিপি এন্ড এক্সপেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ ইকবাল হোসেন, ট্রেজারার এপেক্সিয়ান মোহাম্মদ রাসেদ মজুমদার,
এপেক্স ক্লাব অব ঢাকা প্যাসিফিক এর ফেলাসিপ অ্যান্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান বাঁধন বিশ্বাস,
এপেক্স ক্লাব অব উত্তরার আইপিপি এন্ড এক্সপেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান আলমগীর হোসেন ভূঁইয়া, এপেক্স ক্লাব অব মোহাম্মদপুর এর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান জসিম মজুমদার, এপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগর এর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান জসিম ভূঁইয়া সহ অন্যান্য এপেক্সিয়ানদের উপস্থিতিতে ডিনার মিটিং সুসম্পন্ন হয় এবং অন্যান্য এপেক্সশিয়ান রা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com