পাহারাদার কুকুরটি তার ভেড়ার পালকে রক্ষা করতে গিয়ে নেকড়ের সাথে লড়াই করে রক্তাক্ত হয়েছে। পালের অবুঝ একটি ভেড়া তার মাথায় আলতো করে মাথা ছুঁয়ে হয়তো সান্ত্বনা দিচ্ছে কিংবা কৃতজ্ঞতা জানাচ্ছে…
নিজের পালকে নিরাপদ রাখার জন্য অনেক সময়ই পাহারাদার কুকুরদের প্রাণও দিতে হয়। তবুও তারা দায়িত্বে অবিচল…
আমাদের প্রত্যেকের জীবনেও এমন কিছু পাহারাদার থাকে, তারা শুধুমাত্র প্রয়োজনে তারা পাশে দাঁড়ায়, নিজ জীবনের হাসি আনন্দ বিনোদন সুখ শান্তিসহ অনেক কিছুই বিসর্জন দেন। তাদের সে ক্ষরণ হয়তোবা অনেক সময় দৃশ্যমান নয়। অথচ বিনিময়ে তারা কিছুই অাশা করেন না। তবুও তাদের সে ত্যাগের উপযুক্ত মর্যাদা দেয়া, প্রশংসা করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত 💕 🙌🐑 🐶
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।