সাগর মীর, ইতালী প্রতিনিধি: ইতালীর রাজধানী রোমে নব গঠিত বরগুনা জেলা সমিতির নেতারা ইতালীতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন । সোমবার বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী,সাধারন সম্পাদক এম ডি রিয়াজ হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুতাবাস ভবনে গিয়ে ইতালীতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদুতের সাথে দেখা করেন।বরিশালের পিরোজপুরের কৃতি সন্তান ইতালী নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।এছাড়া দূতাবাসের হেড অফ চেঞ্জারী কাউন্সিলর জসীম উদ্দিন,কেও সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।কাউন্সিলর জসীম উদ্দিন বরিশাল ঝালকাঠির কৃতি সন্তান।এসময় দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।পরে তারা দূতাবাসের প্থম সচিব সাইফুল ইসলামের সাথে প্রবাসীদের পাসর্পোট সমস্যা নিয়ে আলোচনা করেন।এসময় বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আফতাব বেপারি দূতাবাসে উপস্থিত ছিলেন।ইতালীতে বসবাসকারী বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যা নিয়ে সমিতির পক্ষ থেকেও আলোচনা করেন আফতাব বেপারি।তিনি সাংবাদিকদের জানান প্রাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি আশাকরি বর্তমান বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।তিনি আরো বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান না হলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অবৈধ থেকে যাবে ।