একদিন ট্রেনে ভ্রমণের সময় ২২ বছরের এক ছেলে জানালার পাশের সিটে বসেছে, পাশে তার বাবা। একসময় ছেলেটি জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বললো, “বাবা, দেখো দেখো কাছের গাছগুলো দাঁড়িয়ে আছে, আর দূরের গুলো কেমন শাঁ শাঁ করে পেছনে ছুটে যাচ্ছে!” বাবা হাসলেন…
বগীর অন্যান্যরাও মুখ টিপে হাসলো..
একটু পর ছেলেটা বললো, “বাবা, বাবা, দেখো পাখিগুলো কেমন বাতাসে থেমে আছে..!”
পাশে বসা এক দম্পতি প্রায় সম বয়সি ছেলে টার এমন শিশুসুলভ আচরণে বিষ্মিত, তারা কিছুটা বিরক্তও হলো…
কিছুক্ষণ পর হঠাৎ ছেলেটা চিৎকার করে বলে উঠলো, “বাবা, মেঘেরাও আমাদের সাথে উড়ে উড়ে যাচ্ছে….!!”
এবার সেই দম্পতি রাগ সামলাতে না পেরে ছেলেটার বাবাকে বললো, “আপনার ছেলেকে ভালো ডাক্তার দেখান না কেন?”
লোকটি মুচকি হেসে বলল, “আমরা হসপিটাল থেকেই বাড়ি ফিরছি, ছোটবেলায় ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছিলো, দীর্ঘ্যদিন চিকিৎসার পর আজই সে দৃষ্টি ফিরে পেয়েছে…!!!”
©Hasan Hafizur Rahman #@everyone
এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু আলাদা গল্প থাকে। সে গল্প, আপনার জীবনের গল্পের মতো সুন্দর করে গোছানো নাও হতে পারে। তাই ভেতরের সত্যটা জানার আগে কাউকে নিজের মতো করে বিচার করতে নেই…