পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়।আমি কবির নেওয়াজ রাজ মনে করি,পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি পরিবর্তন করা সম্ভব,কিন্তু যারা অলস মানুষ, তাদের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম।কারন পরিশ্রমীরা কখনো অবহেলিত থাকে না।