ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালের কাতার বিশ্বকাপ শিরোপা জিতেছে তারা। গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে ট্রাইবেকারে হারায় মেসি বাহিনী। জাতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার এক মাসের মাথায় নিজেদের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে নামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।
কাতার বিশ্বকাপের মতো কলম্বিয়া অনুষ্ঠিত জুনিয়র কোপায় নিজেদের প্রথম ম্যাচে হারে আর্জেন্টিনা। তবে মেসি-ডি মারিয়াদের মতো পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারেনি আলবিসেলেস্তে জুনিয়ররা। উল্টো গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিন পরাজয় ও এক জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।