ঢাকা ২৫ মার্চ ২০১৯: মাই টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ঢাকা জেলার তৎকালীন সহ-সভাপতি মোঃ সোহেল ফকির এর উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়েছে।
হামলা ঘটনার সাথে জড়িতদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
রোববার সকাল সাড়ে ৯টায় এক সংবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি করেন।
অন্যদিকে গুলশানে সাংবাদিক কাজী ফয়সালকে পুলিশি চেকপোস্টে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তারও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএফ।
এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন-হামলা-মামলা ও পুলিশি হয়রাণীর তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করতে হলে সাংবাদিক নির্যাতন বন্ধ করে যুগোপযোগি আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি করা হয়।