বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন

মিস্টার বিন (রোয়ান অ্যাটকিনশন) যে কখনো তার স্বপ্ন ছেড়ে দেয়নি।

মিস্টার বিন (রোয়ান অ্যাটকিনশন) যে কখনো তার স্বপ্ন ছেড়ে দেয়নি।

 

রোয়ান অ্যাটকিনসন এর জন্ম মধ্যবিত্ত পরিবারে, যে জন্ম থেকেই তোতলা! তোতলামির কারণে ছোটবেলা থেকেই আঘাত পেতে হয়েছে। তার চেহারার কারণে স্কুলে সহপাঠীরা তাকে এলিয়েন বলে ক্ষ্যাপাতো। সে ক্লাশে নিঃসঙ্গ লাজুক স্বভাবের হয়ে উঠে। শিক্ষকেরাও তার মাঝে কোনও সম্ভবনা দেখতে পান নি, কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করেছেন…

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অভিনয়ের প্রেমে পড়েন কিন্তু তোতলামির কারণে অভিনয় করা হয়ে উঠেনি। তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে স্বপ্নকে বুকে ধরে কমেডি গ্রুপে নাম লেখান কিন্তু আবারও সেই পুরোনো বাধা।

অনেক টিভি শো তাকে প্রত্যাখ্যান করে তা সত্ত্বেও নিজেকে বিশ্বাস করা বন্ধ করেননি। লোক হাসানোর জন্য তার দুর্দান্ত ইচ্ছে ও আবেগ ছিল, তিনি জানতেন এতে খুব ভাল করবেন। জেদ নিয়ে তোতলামি কাটিয়ে উঠার উপায় বের করেন এবং এক সময় সাবলীল ভাবে কথা বলাও শুরু করেন। তার পরই রোয়ান অ্যাটকিনশন হয়ে উঠেন মিঃ বিন…

যিনি দেখিয়েছেন, পৃথিবীতে কেউ নিখুঁতভাবে জন্মায় না। জীবনে সফল হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি হল আবেগ, কঠোর পরিশ্রম, ত্যাগ আর কখনও হাল ছেড়ে না দেওয়া…

লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com