ইতালী প্রতিনিধি: ইতালীর রাজধানী রোম অঞ্চলের নির্বাচনে কাউন্সিলার পদপ্রার্থী প্রথম বাংলাদেশি নারী লায়লা শাহ, র ভোট প্রত্যাশী ইতালীতে প্রথম বারের মতো রোমের সামাজিক ব্যক্তিত্ব লায়লা শাহ ইতালীর রোম অঞ্চলের নির্বাচনে একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আজ ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২৩ দুদিন ব্যাপি চলবে এই ভোট গ্রহন।শুধুমাত্র বাংলাদেশি ইতালীয়ান নাগরিকরা ভোট দিতে পারবেন ।লায়লা শাহ ইতালীর মুল ধারার রাজনীতির সঙ্গে সক্রিয় হয়ে লায়লা শাহ আগামী প্রজম্ম ও প্রবীসীদের অধিকার প্রতিষ্ঠা ও দাবী আদায়ের লক্ষে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।লায়লা শাহ তিন দশকের অধিক সময় ধরে ইতালীতে বসবাস করেছেন । বাংলাদেশের গাজীপুরের মেয়ে লায়লা শাহ।গত বছর ইতালীর রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহনের মধ্যে দিয়ে তিনি ইতালীর রাজনীতিতে প্রবেশ করেন।রাজনীতির পাশাপাশি তিনি একজন অন্যতম নারী সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী ।তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন রোম, লাতিনা,রিয়েতি,ভিতেরবো ও ফ্রজিননে এই পাঁচটি অঞ্চলে বসবাসরত ইতালী প্রবাসী বাংলাদেশিরা যারা ইতালীয়ান নাগরিক তারা ভোট দিতে পারবেন ।আর যারা ভোট দিতে পারবেন না তারা যেন লায়লা শাহ কে ভোটের মাধ্যমে নির্বাচিত করার ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করেন ।লায়লা শাহ রোমের সকল রাজনৈতিক ,সামাজিক , অর্থনৈতিক ,আঞ্চলিক , সাংস্কৃতিক ও সাংবাদিকদের কাছে বিশেষভাবে সহযোগিতা ও ভোটের মাধ্যমে বিজয় কামনা করেন।