হাফিজুর রহমান শিমুলঃ সংঘর্ষ নয় শান্তি চাই এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার পিরোজপুর মোড়েে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি মাষ্টার নরীম আলীর সভাপতিত্বে ও কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় আরো বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, আফসার আলী মোড়ল, শেখ সিরাজুল ইসলাম, কৃষক লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, চাম্পাফুল ইউনিয়নের সাভাপতি ফিরোজ আহম্মেদ , সাধারন সম্পাদক রবিন্দ্র, সহ-সভাপতি অমিতোষ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, ধলবাড়িয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক চন্ডি চরন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্র লীগের সাবেক ক্রিড়া সম্পাদক অনিক মেহেদেী, রাসেদুল ইসলাম জয় বাংলা, শফিকুল ইসলাম প্রমুখ।