মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাদুরা গ্রামে ওই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ডি,এস দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন, ৩৪ নং বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আল-মামুন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু হানিফ টুকু, দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এই স্কুল মাঠটি মিরুখালী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মাঠ বিধায় এখানে অনেক সময় আন্তঃ ইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেটা আমাদের গর্বের। এটি শুধু এ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ নয় বরং অত্র ইউনিয়নের শতাধিক প্রতিষ্ঠান ও এলাকার মিলন মেলার একটি স্থান। স্কুল ছুটির পর আশপাশের একাধিক গ্রামের শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণ-যুবকেরা খেলাধুলা করতে আসে এখানে। খেলাধুলা ছাড়াও এ মাঠে বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠানসহ রাজনৈতিক দলের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি স্কুল মাঠটির দক্ষিণ পাশে স্থানীয় বশির ফরাজী চারটি দোকান ঘর নির্মাণের পাঁয়তারা করে আসছে। ইতোমধ্যে নির্মাণের সকল সরঞ্জামও মাঠের ভিতরে ফেলে রেখেছে। মাঠটি বশিরের হাত থেকে অক্ষুন্ন না রাখতে পারলে এবং খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক মেধা বিকাশে বাধাগ্রস্থ হবে। এ ব্যপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি প্রশাসনে সজাগ দৃষ্টি রাখারও আহ্ববান জানান।