বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত।।মানুষের কল্যাণে প্রতিদিন

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত।।মানুষের কল্যাণে প্রতিদিন

 

মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “আদর্শিক ফিকহের জন্য জ্ঞানগত সাধনা: স্কুল অব হাদিস এবং স্কুল অব রাই দুই ধারার মাঝে পদ্ধতিগত প্রতিদ্বন্দ্বিতা” শীর্ষক আলোচনা হয়।

আজ মঙ্গলবার বিভাগের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগটির সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দীন আযহারীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লন্ডনের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির স্কুল অফ আইনের ফ্যাকাল্টি ড. শাহরুল হুসাইন।

বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. নাজিমুদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুবকর মো. জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. এ. কে. এম. নুরুল ইসলাম, অধ্যাপক ড. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসাইন ও বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com