মারুফ সরকার,স্টাফ রির্পোটার: শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন,আমি খুবই আনন্দিত বিজ ঐতিহ্যবাহী সংগঠনটি শেরেবাংলা পথকলি স্কুলের পাশে দাঁড়িয়েছে।আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে।পথকলি শিশুদের পাশে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সকালে হাজারিবাগ ঝাউতলাস্হ শেরেবাংলা পথকলি স্কুলের আয়োজনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব, বিজ’র চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, তিনি বলেন,আমরা আনন্দিত এই স্কুলের পাশে থাকতে পেরে।বভিষ্যতে পথশিশুদের মানুষের মতো মানুষ করতে আমরা পাশে থাকতে চায়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ এর নির্বহী পরিচালক ইকবাল আহম্মদ,স্কুলের উপদেষ্টা ও জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক মো.মন্জুর হোসেন ঈসা, ফারুক হোসেন, পারুল বেগম,বিজ’র উপ -নির্বাহী পরিচালক মো.মজিবুর রহমাম।
সংগঠনের সভাপতি সেলিনা আক্তার শিখার সভাপতিত্ব ও মহাসচিব আর কে রিপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাজেদা সিরাজ,শাহাদত হোসেন,তানবিয়া শারমিন, শান্তনা ইসলাম, পবন আক্তার, ইলিয়াছ হোসেন,তিশাসহ প্রমূখ । অনুষ্ঠানে শতাধিক পথকলি শিশুদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতারন করা হয়।