বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শেরপুরে ইউনিয়ন আ.লীগ থেকে ২০ নেতার পদত্যাগ কালিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে ৪৬ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি,,,,,,,,, কালিগঞ্জের বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদ্রাসাঃ ঝুঁকি নিয়ে চলছে পাঠদান রাজারহাটে তিস্তায় ভাঙ্গন কবলিত ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালক রজব আলীর মরদেহ উদ্ধার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী : বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ তথ্যমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত মুঘল কাবাব হাউজকে ২ লাখ টাকা জরিমানা করেছে  নিরাপদ খাদ্য কতৃপক্ষ কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান স্বপদে বহালঃ ইউনিয়নবাসীর মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ এখন তলাবিহীন রাষ্ট্র নয় উন্নত রাষ্ট্র – এড,আব্দুল মতিন
বিশ্ব বিবাহ দিবস (World Marriage Day) এবং বিবাহ সপ্তাহ (Marriage Week) পালন সম্পর্কে বিছুকথা….

বিশ্ব বিবাহ দিবস (World Marriage Day) এবং বিবাহ সপ্তাহ (Marriage Week) পালন সম্পর্কে বিছুকথা….

“মানুষ বদলালে সংস্কৃতি বদলায়, আর মানুষ বদলে যায় অন্য মানুষের পারিপার্শ্বিক আচরনের প্রভাবে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে নিরুৎসাহিত করে স্বামী স্ত্রীর সম্পর্ককে সমাজের মৌলিক একক গণ্য করে, তাদের জুঁটি অখন্ড রাখতে পারস্পরিক বিশ্বস্ততা, ত্যাগ এবং বৈবাহিক জীবনের দৈনন্দিন আনন্দের সৌন্দর্যকে সম্মান জানিয়ে পালন হয় বিশ্ব বিবাহ দিবস (WMD)

১৯৮১ সালে লুইসিয়ানার ব্যাটন রুজে বিবাহ দিবস উদযাপনের ধারণাটি মেয়র, গভর্নর এবং বিশপ’দের “আমরা বিবাহ দিবসে বিশ্বাস করি” ঘোষণা করতে প্রন্তাব করেন, ধারনাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ১৯৮২ সাল নাগাদ, ৪৩ রাজ্যের গভর্নর অফিসিয়ালি দিবসটি পালনের ঘোষণা দেন। তা মার্কিন মুলুকে ও বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটিতে পালন করা শুরু হয়। ১৯৮৩ সালে নাম পরিবর্তন করে “বিশ্ব বিবাহ দিবস” করা হয়, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবারে বিবাহ দিবস এবং ৭ থেকে ১৪ই ফেব্রুয়ারি বিবাহ সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক চলতি বছর ১২ ফেব্রুয়ারি WMD পালিত হয়েছে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য “Marriage…one flesh, given and received”

ইতিমধ্যে WMD উদযাপন বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করেছে। তবে, দেয়া নেয়ার হিসাব কম আর এ দিবসকে ঘিরে ব্যবসা কম, তাই প্রচারনাও কম। এ দেশে এমন দিবস পালন শুরু হলে কতশত প্রমিজ ভাঙ্গা পড়তো আর কতগুলো জুটি পূর্ণতা পেতো তা দেখা যেতো। আরও জানা যেতো আইন, ধর্ম ও সামাজিক রীতি ও প্রথা মেনে কতজন এমন স্থায়ী সম্পর্কে বিশ্বাসী….

*** আরও বিস্তারিত জানতে উইকিপিডিয়া অথবা গুগলে World Marriage Day লিখে সার্চ করতে পারেন।

লেখকঃ বাংলাদেশ পুলিশ  একাডেমির আইন প্রশিক্ষক  হাসান হাফিজুর রহমান।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com