পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মরহুম মু. হাতেম আলী স্যার ট্রাস্টের উদ্যোগে ও আমেরিকান প্রবাসী মরহুমের পরিবারবর্গের অর্থায়নে অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ট্রাস্টের আহ্বায়ক সাবেক সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চেক প্রদান করেন এমপি এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মু. শাহ আলম, সাবেক সিনিয়র শিক্ষক সজল দত্ত, গলাচিপা বণিক সমিতির সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক, ট্রাস্টের সদস্য সচিব আবু বাকার শিবলী, মরহুম হাতেম আলী স্যারের ছোট ছেলে ট্রাস্টের উদ্যোক্তা আমেরিকান প্রবাসী সানিন আহমেদ নাসিম, ট্রাস্টের সদস্য ডা. ফারজানা রশিদ শাম্মী, মো. রিয়াদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাব্বির আহমেদ নোবেল।