সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন
আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রাঙ্গামাটিতে খানবাহাদুর আহ্ছনউল্লা (র.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় সংযোগ (মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক) এর আয়োজনে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মুলবক্তা হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনী সম্পর্কে স্মৃতিচারণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও সংযোগের সভাপতি ইকবাল মাসুদ। এসময় তিনি বলেন-হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর মূলকথা ছিল মানবতা। তিনি ছিলেন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী ডিরেক্টর, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংষ্কারক, প্রখ্যাত সাহিত্যিক, সমাজ সংস্কারক ও মহান সূফী সাধক। তিনি বাঙালী মুসলমানদের অহংকার এবং তার কালের আলোকিত এক সূর্য্যস্নাত মহাপুরুষ।
উক্ত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংযোগের সাধারাণ সম্পাদক, ইমামুল ইসলাম সিকদার রনি, রিকভারী গেট টুগেদার আয়োজন কমিটির আহ্বায় শামীম খান সহ আরোও অনেকে।
এসময় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবন ও কর্ম নিয়ে বক্তব্যকালে বক্তারা বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) ছিলেন আমাদের জন্য রোল মডেল। কারণ তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অবিভক্ত বাংলায় শিক্ষা বিভাগের উধর্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও আল্লাহ ও রাসূলের সকল আদেশ, নিষেধ অনুসরণ করে হয়েছেন পীরে কামেল। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তার মত ও পথ ছিল আদর্শিক।