হাফিজুর রহমান শিমুলঃ সুজন-সু শাসনের জন্য নাগরিক কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তথ্য অধিকার বিষয়ক বিশেষ কর্মশালা। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় সুজন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সাঈদ মেহেদী। কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন দি-হাঙ্গার প্রজেক্টের গবেষনা ইউনিট এর সমন্বয়কারি মাহমুদ হাসান রাসেল। কর্মশালার উদ্বোধন করেন সুজন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ও বিশিষ্ট সাংবাদিক হেদায়েত হোসেন, দি-হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারি । সুজন কালিগঞ্জ উপজেলার সমন্বয়কারী আনিছুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সভানেত্রী রুহিনাজ, সুজনের উপজেলা সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান আশিক মেহেদী, সাংবাদিক ইশারাত আলী, শেখ আব্দুল করিম মামুন প্রমুখ। কর্মশালায় অংশগ্রহন করেন সুজন কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।