মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা রাজ রিপা। ক্যারিয়ারে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি সমানতালে তিনি কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন একটি বিজ্ঞাপন। যেখানে তাকে দেখা গেছে বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করেছেন রাজ রিপা। এটি নির্মাণ করেছেন আজমান রুশো।
নতুন এই বিজ্ঞাপটি নিয়ে রাজ রিপা বলেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছে বলে আমার বিশ্বাস। এটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি।
উল্লেখ্য, গেল বছরের সেপ্টেম্বরে মুঠোফোর সেবাদাতা প্রতিষ্ঠার গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাটি।