এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলায় অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীর লাখ লাখ টাকার ক্ষতিসাধন। ঘটনাটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পূর্ব মৌতলা পোষ্ট অফিস মোড়ে মৃত শেখ তোফাজউদ্দীন (টেকা) ছেলে সফিকুল ইসলামের পুরাতন প্লাস্টিকের দোকানে ঘটে। এ ঘটনায় সফিকুল ইসলামের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য মীর গাওছোল আজমসহ স্হানীয় লোকজন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭ টার টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সফিকুলের দোকান ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দোকানে থাকা মালামাল, পুরাতন প্লাস্টিক ও অন্যন্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্হানীয়দের ধারণা এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মকর্তা আকবার আলীর নেতৃত্বে চৌকস টিম আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই দোকানঘরে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘন্টার মত সময় লাগে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানটিতে মালামালসহ কয়েক লাখ টাকার জিনিসপত্র ছিল। পরে থানার এস আই বিশ্বজিতের নেতৃত্বের একটি দল সরেজমিন পরিদর্শন করেন।