মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্রের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বহিস্কাকের নির্দেশ দেন হাইকোর্ট।
সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মিটিংয়ে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার এবং ৭দিনের মধ্যে কেনো তাদের স্থায়ী বহিস্কার করা হবেনা সেই মর্মে কারণ দর্শানোর আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার জন্য উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় হলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শৃঙ্খলা কমিটির এক সদস্য।
শৃঙ্খলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, ‘শৃঙখলা কমিটির মিটিংয়ে অভিযুক্তদের দোষ ও ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় হাইকোর্টের নির্দেশনা মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এবং কেনো তাদের স্থায়ী বহিস্কার করা হবেনা এই মর্মে ৭দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেয়া হয়েছে।
শৃঙ্খলা মিটিং শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা হাইকোর্টের নির্দেশনা পূঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়েছি, সার্বিক বিষয়ে প্রক্টর মহোদয় ও আইন প্রশাসক সিদ্ধান্ত ঘোষণা করবেন।
জানা যায়, বিকালের দিকে শৃঙ্খলা কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে সার্বিক সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ ও আইন প্রশাসক আনিসুল ইসলাম।