ঘরের মাঠে নঁতেকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানডে টানা দুই জয় তুলে নিয়েছে পিএসজি। এদিন পিএসজির হয়ে রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোল পেয়েছেন লিওনেল মেসিও।
শনিবার (৪ মার্চ) পার্ক দ্য প্রাসে অনুষ্ঠিত ম্যাচে নঁতের বিপক্ষে ৪-২ গোলে জয় তুলে নেয় পিএসজি। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, দানিলো পেরেইরা। একটি গোল এসেছে আত্মঘাতি থেকে। নঁতের হয়ে গোল দুটি করেছেন লুদোভিক ব্লাস ও ইগনাতিয়াস গানাগো।