হাফিজুর রহমান শিমুলঃ নিরাপদ পশুখাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত কল্পে কালিগঞ্জের নলতা, তেতুলিয়া ও উজিরপুর বাজারের পোল্ট্রি ফিডের পাঁচটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এসময় পোল্ট্রি ফিডের বস্তার গায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন নম্বর না থাকায় তেতুলিয়া বাজারের মনো পোল্ট্রি ফিডের ডিলার ম জি এম মুক্তার হোসেন গাজিকে ১ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন ডি এফ এ গাজী সালাউদ্দিন, অ, স ম রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় আদালত পরিচালনা কালে উজিরপুর বাজারে সমাগত জনতা ও ফিড ব্যবসায়ীবৃন্দের উদ্দেশ্যে ইউ এন ও সরদার মোস্তফা শাহিন সচেতনতা বাড়ানোর জন্য মোটিভেশনাল বক্তৃতা করেন।