নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শোয়ার ঘরে আগুনে পুড়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাবাসহ দুজন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত তিনজন হলেন উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামের ওয়ালিউল্লাহর স্ত্রী সোমা খাতুন (২৮), মেয়ে অমিয়া খাতুন (৮) ও ছেলে ওমর আলী (৩)। আহত হয়েছেন বাবা ওয়ালিউল্লাহ (৩৫) ও তাঁর বন্ধু আনোয়ার হোসেন (৪২)।