এ,এস,এম জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন ধারাবাহিক ভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নিরলসভাবে ছুটে চলেছেন ঝিকরগাছা চৌগাছার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। এরই ধারাবাহিকতায় তিনি সোমবার (১৩ মার্চ) ঝিকরগাছার গঙ্গানন্দপুর এবং চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নে গণসংযোগ করছেন। পরে মাশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি জনসভায় বক্তব্য দেন।
জনসংযোগ চলাকালীন সময়ে চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নুর উদদীন আল মামুন হিমেল, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিল্টু, ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামি লীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মাশিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আব্দুল মান্নান সহ ঝিকরগাছা চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং উক্ত ইউনিয়ন পরিষদ সমুহের নির্বাচিত জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।