মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন সবুজের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসাথে বিদায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এস এম মাহমুদুল তামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
এছাড়াও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, সংগঠনটির উপদেষ্টা মো. সাহাবুদ্দিন শেখ, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, মেসডার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘একত্রিত হওয়া আর এক হওয়া দুইটি আলাদা বিষয়। এক হওয়া মানে হচ্ছে একাত্মতা ধারণ করা।তোমরা আজ এখানে একত্রিত নয় এক হয়েছো। আশা করি তোমরা এই এক হওয়ার ধারাবাহিকতা ধরে রাখবে। তোমাদের প্রতি আমার অনুরোধ রইলো, তোমরা মানবিক মানুষ হবে।’