কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ইসলীমী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় ইসলামী ব্যাংক ভবনে চৌকস শাখা ব্যাবস্থাপক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেকেন্ড ম্যানেজার আজগর আলী। নাতে রসুল পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, পবিত্র কুরআন তেলায়াত করেন ব্যাংকের জুনিয়র অফিসার আবুল খায়ের মোঃ মাসুম বিল্লাহ, মূল আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম আরবী প্রভাসক হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী। ইসলামি ব্যাংকের মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সূধীবৃন্দ।