হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে “সুবর্ণ জয়ন্তী” পালনের প্রস্তুতি সভা (২য়) অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী ফোরাম এর উদ্যোগে শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাষ্টার আহছানউল্লা তরফদার এর সভাপতিত্বে ও মোহাসীন রেজা মুন্নার সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যমে শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম মমতাজ উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস, প্রাক্তন ছাত্র রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারিক, প্রাক্তন ছাত্র ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, নেঙ্গী হাইস্কুলের শিক্ষক আবু আব্দুল্লাহ জাহিদ, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকবর হোসেন, আবুল কালাম আজাদ, ফতেপুর হাইস্কুলের শিক্ষক শেখ আব্দুল্লাহ, এম এম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অলোক কুমার মন্ডল, এম শোফা মোড়ল, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, তাপস কুমার ঘোষ, শেখ আব্দুল করিম, রবিউল ইসলাম রবি, স্বপন ঘোষ, শংকর কুমার ঘোষ, শেখ শামিম আজাদ রনি, ফজলুল হক, শরিফুল ইসলাম সবুজ, জাফর ইকবাল বাবু, ফজের আলী, তরিকুল ইসলাম, সোহাগ, রাকিব, আরিফ, আরাফাত, জাহাঙ্গীর, আল আমিন, ইমন, আব্দুর রহমান, লিয়াকাত আলী, আব্দুর রহিম, সবুজ, আলামিন, সাইদুল্লাহ প্রমুখ। উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজানের পরে পবিত্র ঈদ-উল ফিতরের পরেরদিন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র চৌমুহনী হাইস্কুলের মাঠে সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন কর্মসূচীর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ১৯৭৩ সাল হতে প্রাক্তন শিক্ষার্থীদের থেকে ইতিমধ্যে ১’শ ২০ জন রেজিষ্ট্রেশন করেছেন, বাকীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান আছে বলে জানালেন উদযাপন কমিটির আহবায়ক সুব্রত কুমার বৈদ্য।