এ,এস,এম জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি এম) হাইস্কুলের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী, কৃতি খেলোয়াড় অনি রায় গত ২৭ মার্চ নিজ স্কুলেরই সহপাঠী দ্বারা ইভটিজিং এর শিকার হয়ে বাড়িতে ফিরে স্কুল ড্রেস পরা অবস্থাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল অনির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে যায়।
এসময় নিহত অনির মা কনিকা রায় কান্না বিজড়িত কন্ঠে তার মেয়ে হত্যার বিচার দাবি করেন। সেই সাথে সকল আসামি গ্রেফতার না হওয়ায় তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করেন। অন্য দিকে অনির ভাই অর্ঘ্য রায় অভিযোগ করেন, অনির আত্মহত্যা প্ররোচনার ঘটনায় সরাসরি তিনজন জড়িত ছিলো। এর মধ্যে তামিম এবং সাকিবের নাম পুলিশ এজাহারে উল্লেখ করলেও আরাফাত রহমান নামের একজনের পিতা পুলিশের চাকরি করায় ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়েছে। পুলিশের এরকম পক্ষপাত মূলক আচরণের কারণে ন্যায়বিচার পাওয়া নিয়ে সন্দেহ পোষণ করেন অনির পরিবার সহ উপস্থিত এলাকাবাসী।
রিপোর্টার্স ক্লাবের সদস্যগন উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং অনির আত্মহত্যা প্ররোচনা মামলার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পরিবারের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সহ সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, ফজলে হোসেন বাদশা সহ প্রতিনিধি দলের সঙ্গে ঝিকরগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, স্থানীয় সমাজকর্মী রাজু আহমেদ, সুজন বালা, সুব্রত রায়, উত্তম রায়, অনিল মন্ডল শান্তি মজুমদার, উজ্জ্বল রায়, শ্রীকান্ত কুমার, অশোক হাওলাদার, মনি রায়, রিপন হোসেন, কামনা বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।