যদি এখনো ব্যথা পাও,
বুঝে নিও কিছু কাঁটা রয়েই গেছে
যদি এখনো আকাশ পানে চেয়ে রও
জেনে নিও বিশাল শূণ্যতা রয়েই গেছে
যদি এখনো বৃষ্টি ভালো লাগে
ছুঁয়ে দেখো এখনো চোখ ভেজা রয়েই গেছে
যদি এখনো আঁধার ভালো লাগে
বুঝে নিও ভেতরে ভিষণ শূণ্যতা রয়েই গেছে
যদি এখনো উদয় ভালো লাগে
বুঝে নিও আজও আশা জিইয়ে আছে
যদি এখনো ভুল করো
তবে সেই তুমি আগের মতো রয়েই গেছো
যদি এখনো আশা করে রও
দেখে নিও জোছনায় আকাশ ভরে গেছে
যদি এখনো ঝরা পাতার আওয়াজ পাও
ভেবে নিও মর্মর শব্দ মাড়িয়ে কে যেনো এসেই গেছে …
লেখকঃ হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক।