এখানে এপথে একদিন আমিও হেঁটে ছিলাম
ওই যে রেইন ট্রি গাছটা দেখছো
ওখানে থমকে ছিলাম
গাছটার ঠিক ওপাশ থেকে রাস্তাটা
দুটিকে চলে গেছে
এপাশ ওপাশ বারবার চেয়ে
দ্বিধা কাটেনি ঠিক কোন পথে যাবো
একদিন এ পথের পথিক ছিলাম আমিও
বামের রাস্তাটার একটু পরে শান্ত একটা নদী
কিছুপথ পরেই খেয়াঘাট
বাঁধা থাকে কয়েকটা ডিঙ্গি
পাড়ের পুরোনো কৃষ্ণচুড়া গাছটার ছায়ায় বাঁশের মাঁচায় ভরদুপুরেও আড্ডা জমে
ঘাটে স্নানে মত্ত হয়
গাঁই আর গৃহপালিতরা
ও পাড়ের লোকেরা এ পথেই গঞ্জে যায়
ডানের রাস্তাটা নগর ছুঁয়েছে
সেই কবে এ পথেই হেঁটেছি
নগরের গগণছোঁয়া ইমারতের মাথায়
এক ছাপোষার বাস।
মার্কারি কাঁচের জানালার
পর্দা সরালে নদীপাড়ের ফুলে ভরা কৃঞ্চচুড়া আর চরের কাশ বন দেখা যায়
কাশ ফুলেরা বাতাসে দোলে
যে পথে হয়নিকো হাঁটা সেদিন
সে পথের বাঁকে থমকে দাঁড়িয়ে
আজও আরেকবার
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।